রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

জেনে নিন আজব এক তথ্য। যা আপনি কোনদিনও শোনেন নি।

আমরা যার ইন্টারনেট ব্যাবহার করি তারা অধিকাংশ-ই
গুগল ব্যাবহার করে থাকি।
 আর তাতে তো আমাদের সার্চ বাটন ব্যাবহার করতেই হয়।
কিন্তু, এর পাশের একটি বাটন আছে ‘আই অ্যাম ফিলিং লাকি’ আসলে এর কাজটা কি?
এটা কি আমরা জানি?
অধিকাংশ ব্যাক্তিই জানে না এটার মর্মকথা।
এর হিসেব সারাসরি গুগলই দিচ্ছে।
গুগলের মতে  তা সর্বোচ্চ ১ শতাংশ জানে ।
 কি আবাক হলেন, না অবাক হওয়ার কিছু নেই।
 চলুন দেখি ওই রহস্যময় বাটনটির কাজ জেনে নেই।‘

গুগল সার্চ’ বাটনেই ক্লিক করেন।
পেয়েযান যা খুঁজছেন, তার দীর্ঘ তালিকা।
সেখানথেকে বেছে নিন   নিজের পছন্দের লিংক।
কিন্তু ঠিক তার পাশেই আরেকটি বাট্ন থাকে।
 দেখা গিয়েছে,
 ওই বাট্নে খুব বেশি ক্লিক হয় না।
প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে যে,
 তাহলে কেন একটি ‘প্রায় অকেজো’ বাট্ন রেখেদিয়েছে গুগল?
 কী এই বাট্ন-এর কাজ?
যাঁরা জানেন, তাঁরা নিঃসন্দেহে এতক্ষণে বলে ফেলেছেন।
যাঁরা জানেন না, তাঁদেরউদ্দেশে জানিয়ে রাখা যাক,
এই বাট্নটি অনেকটা এটিএম-এর ফাস্ট ক্যাশ-এর মতো।
আপনি যেটা খুঁজছেন,
 সরাসরি আপনাকে সেই সংক্রান্ত প্রথম ওয়েবপেজ-এ নিয়ে যায় এই বাট্নটি। কেমন?
উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক, আপনি ‘শেখ হাসিনা’ বলে সার্চ করলেন।‘
গুগল সার্চ’ বাটনে ক্লিক করলে, আপনার সামনে অক্ষয় কুমার সংক্রান্ত গাদা গাদা
তথ্যচলে আসবে। কিন্তু ‘আই অ্যাম ফিলিং লাকি’বাটনে ক্লিক করলে আপনাকে
 সরাসরি অক্ষয় কুমার সংক্রান্ত প্রথম ওয়েব পেজ,অর্থাৎ, উইকিপিডিয়া পেজে নিয়ে যাবে।
 ঠিক একই ভাবে আপনি যদি ‘বিডি টুয়েন্টি ফোর লাইভ’ লিখে ‘আই অ্যাম ফিলিং লাকি’
বাটন ক্লিক করেন, তহলে চলে আসবে ‘বিডি টুয়েন্টি ফোর লাইভ ডটকম’ এর হোম পেজে।
 চট জলদি সমাধান।
এত কাজের জিনিস, অথচ ক’জন এই সার্চকরেন জানেন?
উত্তর শুনলে চমকেউঠবেন। মাত্র ১ শতাংশ!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন