রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

চরমোনাই পীর কি সত্যিই আমিরুল মুজাহীদ? যদি হয় তাহলে তা কিভাবে?



চরমোনাই পীরের নামের আগে আমিরুল মমুজাহিদিন লেখা দেখে আমার নানা কিছু প্রশ্ন করেছে।
আমি জবাব দিতে পারিনি।
পীরের মুরিদেরা আপনারা দেন। ০১) এই ব্যাটাকে আমিরুল মুজাহিদিন উপাধি দিল কে? ০২) এই ব্যাটা যদি আমিরুল মুজাহিদিন হয় তাহলে আল-কায়িদা, আইএস কি একে চোখে দেখেনা? ০৩) এই ব্যাটা আমিরুল মুজাহিদিন হওয়া সত্ত্বেও সারা দেশে বিনা বাঁধায় (পুলিশ প্রোটেকশনে) মাহফিল করে। আর কখনো এই ব্যাটা মুজাহিদ হিসেবে জেলে যায়নি। কারণ কি? ০৪) বাংলাদেশে আমিরুল মুজাহিদিন আছে অথচ শাইখ বারাক ওবামা বসে বসে আঙ্গুল চুষছেন। ঘটনা কি? ০৫) বর্তমানে মুজাহিদ মানেই বোমাবাজ। তো বাংলাদেশের শীর্ষ ১০০ জঙ্গীর তালিকায় এর নাম কি ০১ নম্বরে আছে (যেহুতু এই ব্যাটা আমিরুল মুজাহিদিন)? →গাঁয়ে মানেনা আপনি মোড়ল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন